সাধারণত এক গাভির একসঙ্গে একটি কিংবা দুটি বাচ্চা প্রসব হয়। একসঙ্গে তিনটি বাচ্চা প্রসব বিরল ঘটনা। এমনই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। উপজেলার প্যারাকান্দি গ্রামের নাহিদা সুলতানার খামারের একটি গাভি একসঙ্গে তিনটি বাচ্চা প্রসব করেছে। এ ঘটনা দেখতে অনেকেই ভিড় করছেন তার বাড়িতে। খামারি নাহিদা সুলতানা জানান, গত বৃহস্পতিবার ভোররাতে তার ওই গাভির প্রসবব্যথা ওঠে। স্বামীকে নিয়ে নিজে বাচ্চা প্রসব করান তিনি। প্রথমে একটি বাচ্চা প্রসব করে। এর দেড় ঘণ্টা পর আরও একটি এবং সকাল সাড়ে ৭টায় তৃতীয় বাচ্চাটি প্রসব করে। একসঙ্গে তিন বাচ্চা পেয়ে খুশি তারা। পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. লিটন মিয়া বলেন, উন্নতজাতের গাভিগুলো একসঙ্গে একটি বা দুটি বাচ্চা দিতে পারে। তিনটি বা চারটি বাচ্চা দেওয়ার ঘটনা বিরল।