ঈদুল ফিতর দোরগোড়ায়। এর কয়েক দিন পরই পয়লা বৈশাখ। ঈদ ও বৈশাখী অনুষ্ঠানে নারীর অন্যতম আকর্ষণ হাতে বোনা নকশি জামদানি শাড়ি। এই দুটি উৎসব সামনে রেখে বাড়তি আয়-রোজগারের আশায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ার জামদানি পল্লি ও আশপাশের কয়েক গ্রামের তাঁতিরা। প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। জামদানিশিল্প এগিয়ে নিতে বিংশ শতাব্দীর শুরুতে রূপগঞ্জের তারাব পৌরসভার নোয়াপাড়ায় ২০ একর জমির ওপর গড়ে তোলা হয় বিসিক জামদানি শিল্পনগরী। পুরো শিল্পনগরীতে ৪০৭টি প্লট আছে। প্রতি প্লটে তাঁত আছে কমপক্ষে ৪-৫টি। প্রায় দেড় হাজার তাঁতি নিয়মিত জামদানি শাড়ি তৈরি করেন। চিকন সুতোয় নিপুণ হাতে নজরকাড়া নকশির কারণে বিভিন্ন উৎসবে নারীদের অন্যতম আকর্ষণ জামদানি। শাড়ির পাশাপাশি থ্রিপিস ও পাঞ্জাবি পিসও তৈরি হয় জামদানি তাঁতে। একটি শাড়ি তৈরিতে সাধারণত এক সপ্তাহ সময় লাগে। কোনো কোনো শাড়ি বানাতে লেগে যায় পনেরো দিন, এক মাস, দুই মাস এমনকি ছয় মাসও। মানভেদে একেকটি শাড়ির মূল্য ৫ হাজার থেকে শুরু করে এক-দেড় লাখ টাকা হয়ে থাকে। জামদানিপল্লির কারিগর আলমগীর হোসেন বলেন, ‘ঈদে পরিবারের লোকজনের জন্য কেনাকাটা করতে হয়। বাড়তি রোজগারের আশায় আমরা এখন ব্যস্ত সময় পার করছি।’ মৈকুলী এলাকার জামদানি তাঁতি মোশারফ হোসেন বলেন, ‘সারা বছর জামদানি শাড়ি বিক্রি করে সংসার চালাই। ছেলেমেয়ের লেখাপাড়া ও সাংসারিক খরচ মেটাতে বাড়তি রোজগারের আশায় ঈদ ও বিভিন্ন উৎসবে বেশি সময় দিয়ে শাড়ি তৈরি করি।’ ময়মনসিংহ থেকে শাড়ি কিনতে আসা নাছরিন সুলতানা জানান, তাঁতিদের কাছ থেকে সরাসরি কিনলে টাটকা জামদানি পাওয়া যায়, দামও কম পড়ে। জামদানিপল্লির ব্যবসায়ী মতিন মিয়া বলেন, ‘ঈদ সামনে রেখে তাঁতিদের পাশাপাশি আমরাও ব্যস্ত সময় পার করছি। হাজার হাজার জামদানি ক্রেতা সুলভমূল্যে কাপড় কিনে নিচ্ছেন। এতে ক্রেতারা টাটকা শাড়ি পাচ্ছেন ও তারাও লাভবান হচ্ছেন।’
শিরোনাম
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ