গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ হামলা চালানো হয়। আহতদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা করেছেন শিক্ষার্থী সেলিম রেজা। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। তারা হলেন- জেলা বিএনপির সাবেক সহসভাপতি কবির মাহমুদ ও তার ছেলে ইফতি মাহমুদ। গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা জানান, তারা শহরের নতুন স্কুল রোডে বাসাভাড়া নিয়ে থাকেন।
নানা কারণে স্থানীয় সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হন এখানে বসবাসকারী শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে তারা হামলার শিকার হন। হামলার খবর ছড়িয়ে পড়লে জড়িতদের গ্রেপ্তার দাবিতে শতাধিক শিক্ষার্থী সদর থানায় জড়ো হন। তারা আসামিদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।