ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে পটুয়াখালী জেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পটুয়াখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ধর্মপ্রাণ মুসলিম এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ফিলিস্তিনে শিশুসহ নিরীহ মানুষের ওপর যে হত্যাযজ্ঞ চলছে তা মানবতাবিরোধী অপরাধ। বিশ্ব বিবেক আজ নীরব, অথচ মুসলিম উম্মাহর উচিত একসাথে রুখে দাঁড়ানো। বক্তারা ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ ও জাতিসংঘের কার্যকর পদক্ষেপের দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদেরসহ জেলার বিভিন্ন মসজিদের খতিব ও ধর্মীয় নেতারা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে শহীদ ফিলিস্তিনিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল