প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হতে যাচ্ছে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ জীবন নিয়ে ‘হারমোনি ফেস্টিভ্যাল’। উপজেলার কাকিয়াছড়া চা-বাগানে কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শুরু হয়ে উৎসব চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী মেলায় থাকবে ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতি। তুলে ধরা হবে তাদের সম্প্রীতির মেলবন্ধন। আয়োজকরা জানান, শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে এ মেলার আয়োজন।