র্যানকন কারস লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে অ্যাসেম্বল করা প্রোটন এক্স৭০- এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রোটন বাংলাদেশের র্যানকন শোরুমে গাড়িটি উন্মোচন করা হয়।
প্রোটন এক্স৭০ ঢাকা ও চট্টগ্রামে প্রোটনের অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে। প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে ৫ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। প্রোটন অনুমোদিত সার্ভিস সেন্টার র্যাংগস ওয়ার্কশপ, তেজগাঁও (ঢাকা) এবং ষোলশহর (চট্টগ্রাম) থেকে নেয়া যাবে।
গাজীপুরের কাশিমপুর, ভবানীপুরে র্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ এই গাড়ি তৈরি হচ্ছে। এই সি-সেগমেন্ট এসইউভি এখন প্রোটনের ঢাকা ও চট্টগ্রাম শোরুমে পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বদিউজ্জামান, র্যানকন কারস লিমিটেডের পরিচালক মো. মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল