নারী ও শিশু উন্নয়ন নীতিমালার নামে কুরআন-সুন্নাহবিরোধী প্রস্তাবের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিফলেট বিতরণ করেছে হেফাজতে ইসলাম।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। এতে নেতৃত্ব দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য ও সোনারগাঁ শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন খান।
প্রতিবাদী এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাইখুল হাদীস মুফতী বশির উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন হেফাজতের সোনারগাঁ শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী মুহাম্মাদ সাইদুর রহমান, সেক্রেটারি মুফতী আবু বকর কাসেমী, মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল দাইয়ান, মাওলানা কামাল হোসেন, মাওলানা মুহাম্মদুল্লাহ, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা সাখাওয়াতুল্লাহ মুহিব, জামিল হোসাইন, মাওলানা আঃ কাদির, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা মাহফুজুর রহমান এবং মুফতী শাব্বির আহমাদ খান প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ লিফলেট বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য, ইসলামবিরোধী তৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং আগামী ৩ মে, শনিবার সকাল ৯টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সর্বস্তরের মুসলমানদের অংশগ্রহণ নিশ্চিত করা।
মাওলানা মহিউদ্দিন খান বলেন, এই মহাসমাবেশ কেবল একটি প্রতিবাদ নয়, এটি কুরআন-সুন্নাহর পক্ষে একটি সাহসী ও ঐক্যবদ্ধ অবস্থান। দেশের প্রতিটি সচেতন মুসলমানের উচিত সেখানে এসে ইসলামের পক্ষে স্পষ্ট অবস্থান গ্রহণ করা। তিনি দেশব্যাপী তৌহিদী জনতাকে যথাসময়ে মহাসমাবেশস্থলে উপস্থিত হয়ে ইসলাম ও শরিয়াহর পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এএ