ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) চীনা ভাষা কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আইইউবিএটি-এর শিক্ষক, শিক্ষার্থী ও শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুম এর প্রতিনিধিরা। আইইউবিএটি-এর ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ যৌথভাবে এই প্রোগ্রামের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটি-এর কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। এরপর শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের বাংলাদেশ পরিচালক মোহিউদ্দিন তাহের চীনা ভাষা শিক্ষার একাডেমিক ও পেশাগত গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়, এবং নতুন চীনা ভাষা কোর্সের সংক্ষিপ্ত পরিচিতি দেন কোর্স ইনস্ট্রাক্টর শি চিয়াও। এরপর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল চীনা উইঘুর নৃত্য (ওয়াং সিয়ানঝেন), চীনা কুংফু প্রদর্শনী (শান জিনতাও), আইইউবিএটি শিক্ষার্থীদের যুগল গান ও দলীয় নৃত্য।
অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য দেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।
বিডি প্রতিদিন/নাজমুল