বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সংগঠিত হতে হবে। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীর অধিকার সুরক্ষা সম্ভব। গতকাল বিকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি’ বিষয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের নেত্রী হাবিবা সাগর এবং সঞ্চালনা করেন মারুফা আক্তার।
বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মহাসিন আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ভিপি লিপন, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. কুদ্দুস মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিল্টন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মিজান শিকদার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন শরীফ ও জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান প্রমুখ।