ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষনেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। তিনি বলেন, গণভোটের দাবি জানিয়ে কয়েকটি দল দেশে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। মহলটি চাচ্ছে গণভোটের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচন পেছাতে চায়। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই সব সমস্যার সমাধান হবে। গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। রফিকুল ইসলাম বাবলু আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো ভোট আয়োজন ইসির জন্য কঠিন। গণভোট আয়োজনে ইসিকে জাতীয় নির্বাচনের মতো প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যদি জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হয়, সে ক্ষেত্রে প্রত্যেক ভোটারকে দুটি করে ব্যালট দিলেই হবে। ফলে নির্বাচন কমিশনের বাড়তি কোনো প্রস্তুতি নেওয়া লাগবে না। এক দিনে দুটি ভোট সম্পন্ন করা গেলে সরকারের বাঁচবে কমপক্ষে ৩ হাজার কোটি টাকা। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।