একুশে বইমেলা সংগ্রাম পরিষদ ঘোষিত আলটিমেটাম অনুসারে আজ ৪ নভেম্বরের মধ্যে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজনে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না এলে আগামীকাল শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ। ‘অমর একুশে বইমেলা ২০২৬ ঐতিহ্যের ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসে আয়োজন, দেশীয় সংস্কৃতির বিকাশ ও সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ নির্মাণে করণীয়’ গোলটেবিল আলোচনায় এ ঘোষণা দেয় একুশে বইমেলা সংগ্রাম পরিষদ।
এদিকে পরিষদের সঙ্গে সংহতি প্রকাশ করে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘের সাধারণ সম্পাদক নাট্যজন খন্দকার শাহ আলম।