কোমলমতি শিশুসহ সবার জনপ্রিয় নেসলের কিটক্যাট চকলেটসহ তিনটি খাদ্যপণ্যে মানের ঘাটতি ধরা পড়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল আদালত মামলাগুলো আমলে নিয়ে মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মালিকরা হলেন- নেসলে কিটক্যাট চকলেটের সরবরাহকারী সুমাইয়া এন্টারপ্রাইজের মালিক মোজাম্মেল হোসেন; গোয়ালিনী ডেইলি ফুল ক্রিম মিল্ক পাউডার আমদানিকারক শাহাবুদ্দিন আলম ও আমানিয়া বেকারির মালিক শফিকুর রহমান।