গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ভবন সংক্রান্ত দুর্যোগের ঝুঁকি প্রশমনে শুধু আইনের প্রয়োগ নয়, একই সঙ্গে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল প্রযুক্তি এবং নির্মাণ সামগ্রীর গুণগত মান নিশ্চিত করতে জোর দিচ্ছে সরকার। গতকাল রাজধানীর একটি হোটেলে ভূমিকম্প ও অগ্নি ঝুঁকি প্রশমনে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান। আদিলুর রহমান খান বলেন, ভবন নির্মাণ এবং অনুমোদনের ক্ষেত্রে এ চারটি বিষয় নিশ্চিত করা গেলে ভবিষ্যতের প্রতিটি ভবন হবে নিরাপদ ও পরিবেশবান্ধব। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। সেমিনারে রাজউক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মধ্যে ডিসিকিউআর প্রকল্প বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, ‘ঢাকা একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এ ছাড়াও, সাম্প্রতিক বছরগুলোতে আমরা বারবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেছি। এসব ঘটনার প্রতিটি আমাদের স্মরণ করিয়ে দেয় নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে কোনো আপস করা চলে না।