নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের একদিন আগে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুমোকে পছন্দ করুন বা না করুন, ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বিকল্প নেই। তাকেই ভোট দিতে হবে। তিনি চমৎকার কাজ করবেন বলে আশা ব্যক্ত করে ট্রাম্প বলেন, কুমো ‘দক্ষ ও সফল রেকর্ডধারী’ একজন রাজনীতিক, আর ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি ‘সেটি নন।’
তবে ট্রাম্পের এই সমর্থন কুমোর জন্য যেমন রিপাবলিকানদের ভোট বাড়াতে পারে, তেমনি ডেমোক্র্যাট ভোটারদের কাছে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। মামদানি গত জুনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কুমোকে পরাজিত করেছিলেন। ট্রাম্পের সঙ্গে তিনি কুমোর সম্পর্ক তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন। তিনি দাবি করছেন, নিউইয়র্ক ও ওয়াশিংটনের ক্ষমতাবান গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতে পারবেন কেবল তিনিই।
ট্রাম্প বরাবরই ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মামদানির সমালোচক। তিনি বলেন, মামদানি জিতলে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করে দেওয়া হবে।
এর আগে ট্রাম্প কুমোর প্রতি সীমিত সমর্থন দিয়েছিলেন। সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, আমি কুমোর ভক্ত নই, কিন্তু যদি একজন খারাপ ডেমোক্র্যাট আর একজন কমিউনিস্টের মধ্যে বেছে নিতে হয়, তাহলে আমি খারাপ ডেমোক্র্যাটকেই বেছে নেব।
মামদানি দ্রুত ট্রাম্পের এই মন্তব্যকে হাতিয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, অভিনন্দন কুমো, জানি এই সমর্থন পেতে আপনি অনেক পরিশ্রম করেছেন।
এদিকে ট্রাম্প রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে সমর্থন না জানিয়ে বলেন, ‘কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকেই ভোট দেওয়া।
সোমবার রাতে ভার্জিনিয়া ও নিউ জার্সির শ্রোতাদের জন্য টেলি-সমাবেশ করলেও ট্রাম্পের মনোযোগ ছিল নিউইয়র্কের রাজনীতিতে। তিনি রাজ্যের গভর্নর ক্যাথি হোচুলকে কঠোর সমালোচনা করে বলেন, তার কারণে জ্বালানির দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একই সঙ্গে তিনি পরিবহন মন্ত্রী ডিন ডাফিকে নিউইয়র্ক সিটির যানজট কর ব্যবস্থাপনা বাতিলের বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেন।
 
বিডিপ্রতিদিন/কবিরুল