মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ইলিশের উৎপাদন কিছুটা কমার পেছনে প্রাকৃতিক কারণ রয়েছে। যার মধ্যে নদীর নাব্য কমে যাওয়া, নদীদূষণ বৃদ্ধি পাওয়া, জলবায়ু পরিবর্তনসহ নানান কারণ রয়েছে। আবার প্রাকৃতিক নানান কারণের পাশাপাশি তথাকথিত উন্নয়নের কারণে আমাদের নদী ভরাট হচ্ছে, নদী দখলও হচ্ছে। কিন্তু ইলিশ তো সমুদ্র থেকে নদীতে আসবে আবার নদী থেকে সমুদ্রে ফিরেও যাবে, অথচ বিভিন্ন কারণে সেটা করতে পারছে না।
গতকাল ১২টায় বরিশাল ক্লাব মিলনায়তনে উপকূলীয় এলাকার মহিষের চারণভূমি ও উন্নয়নের সমস্যা এবং সমাধান শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বড় অসুবিধাগুলোর মধ্যে রয়েছে জাটকা নিধন হওয়া। নৌবাহিনী, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনী জাটকা রোধে প্রচুর অভিযান চালাচ্ছে, কিন্তু তাতেও জাটকা নিধন রোধ করা যাচ্ছে না। তারপরে কারেন্ট জালসহ অবৈধ জালের ব্যবহারও বন্ধ করা যায়নি, ফলে সবমিলিয়ে ইলিশের প্রাপ্যতা কমে যাচ্ছে। তবে বর্তমানে এগুলো রোধে শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, অবৈধ জাল উৎপাদনের কারখানা বন্ধ করার পাশাপাশি অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরাও বন্ধ করছি।