খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝপঝপিয়া নদী থেকে মস্তকবিহীন অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় জেলেদের জালে লাশটি উঠে আসে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার বলেন, নদীতে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। তাদের পেতে রাখা জালে নারীর লাশ উঠে আসে। গতকাল ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিচয় নিশ্চিতের চেষ্টা করছে পুলিশ।
পুলিশের ধারণা, কেউ ফাঁদে ফেলে বা পারিবারিক কলহের কারণে হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে।
পরিচয় নিশ্চিত হতে না পারলে লাশটি আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হবে।