কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।
ডিবি বলছে, গত মঙ্গলবার রাতে গুলশান থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল খোকনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন কারাগারে রাখার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, ছাত্রলীগের ১৯৯৮-২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে মনোনয়ন পাননি।
সিটিটিসি বলছে, গতকাল দুপুরে শাহজাহানপুরের মালিবাগের গুলবাগ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা স্বপনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি প্রদান, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়াসহ প্রতারণার অনেক অভিযোগ রয়েছে।
এদিকে গুলশান থানা পুলিশ বলছে, গত মঙ্গলবার রাতে গুলশান এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নার্গিসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এ ছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একাধিক হত্যা মামলায় সন্দেহভাজন আসামি।