বরিশাল মহানগরে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে করিম কুটির মসজিদ গলির ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন। ওই শিক্ষক হলেন মো. মহিউদ্দিন (৫৫)। তিনি নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, করিম কুটির মসজিদ গলির স্মরণিকা ভিলার নিচতলায় ভাড়া বাসায় একা থাকতেন শিক্ষক।
স্থানীয়রা তাঁকে দুপুরের পর থেকে বিছানায় শুয়ে থাকতে দেখেন। রাত পর্যন্ত একই অবস্থায় দেখে ৯৯৯-এ কল করে বিষয়টি তাঁদের জানিয়েছেন। তাঁরা গিয়ে খাটের ওপর মৃত অবস্থায় পেয়েছেন। যে অবস্থায় পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি। তবু থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।