বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে উত্তরাঞ্চলে চলছে তোড়জোড়। সমাবেশে প্রায় লক্ষাধিক তরুণের উপস্থিতিতে শুরু হবে বিএনপির আগাম নির্বাচনি প্রচারণা। তারুণ্যের সমাবেশ সফল করতে ইতোমধ্যে বগুড়ার বিভিন্ন উপজেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে পৃথক পৃথক কর্মশালা করেছেন। উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর-এই দুই বিভাগের সমন্বয়ে এবারের তারুণ্যের সমাবেশ দেশবাসীর কাছে সর্ববৃহৎ সমাবেশ হবে বলে আশা করছেন নেতা-কর্মীরা। এদিকে সমাবেশ ঘিরে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো জেলা। বিএনপির রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের হাওয়া।
জানা গেছে, দেশের চারটি বিভাগে বিএনপির তারুণ্যের সমাবেশ করা হচ্ছে। এরই মধ্যে চট্টগ্রাম, খুলনা, ঢাকা ও রাজশাহী-রংপুর বিভাগ। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়ায় এবার আয়োজন করা হচ্ছে তারুণ্যের সমাবেশ। প্রায় লক্ষাধিক তরুণের উপস্থিতি থাকবে বগুড়ায়। এজন্য জেলাজুড়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। কর্মসূচি ঘিরে দিনভর মাইকিং আর বিলবোর্ড টানানো হয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে আগামী ২৪ মে বগুড়া সেন্ট্রাল হাইস্কুলে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। সমাবেশ ঘিরে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান সংগঠনের নেতারা। এদিকে সমাবেশ ঘিরে প্রতিদিন প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, মিছিল ও প্রচারণায় অংশ নিচ্ছে জেলা বিএনপি। সমাবেশ সফল করতে আগামী ২৩ মে বগুড়ার ফাইভস্টার হোটেল মমইনে ওয়াকশপের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এক হাজার ছাত্র অংশ নেবেন। তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এটিই প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। মেধাবৃত্তিক রাজনীতিকে আকর্ষণীয় করে তোলার জন্যই এই ধরনের সমাবেশ আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান জানান, তারুণ্যের সমাবেশ ঘিরে আগামী ২৩ মে বগুড়ায় কৃষি উন্নয়ন ভাবনা নিয়ে সেমিনার হবে। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। বগুড়ার ইতিহাসে সর্ববৃহৎ তারুণ্যের সমাবেশ আমরা রাজশাহী ও রংপুরবাসীর সমন্বয়ে পুরো দেশবাসীকে উপহার দেব।
মেধাবৃত্তিক রাজনীতিকে আকর্ষণীয় করে তোলার জন্যই আমরা এ ধরনের সমাবেশের আয়োজন করছি। এ কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনার উজ্জ্বল স্মারক। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন, তরুণরাই দলের চালিকাশক্তি। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে তরুণদের সম্পৃক্ততার বিকল্প নেই। তাই তিনি তরুণদের নিয়ে এই আয়োজন করেছেন। বিএনপি তারুণ্যনির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করেছে। এই আয়োজন তারই বহিঃপ্রকাশ।