নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। আগামী ২৪ মে বগুড়ায় আয়োজিত রংপুর ও রাজশাহী বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ও লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির ঘোষণার সময় এ মন্তব্য করেন তিনি। দুলু বলেন, ১৬ বছর ধরেই বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তিনি বলেন, একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা হয় না। এ সময় বর্তমান পরিস্থিতি তুলে ধরে দ্রুত নির্বাচন দিয়ে জাতিকে বিভক্ত হওয়া থেকে রেহাইয়ের আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারীসহ বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী ও লালমনিরহাট জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ অন্তত ৩ হাজার বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।