আসছে ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব ধরনে খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে হবে। গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ দিনের মধ্যে ঈদের দিন, আগের সাত দিন ও পরের পাঁচ দিন সার্বক্ষণিক খোলা রাখা হবে সিএনজি স্টেশন।
এদিকে ঈদের এক সপ্তাহ আগে এমআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণসহ ওয়াসা, ডেসকো, ডিইএসএ/ডিপিডিসি, তিতাস, টেলিফোনসহ সব ধরনের কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া যাত্রীদের পারাপারের জন্য পর্যাপ্ত ফেরির ব্যবস্থা রাখা, কমলাপুরের টিটিপাড়া আন্ডারপাসসহ সড়কটি ২০ মে’র মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেল সচিব মো. ফাহিমুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।