জুলাই গণ অভ্যুত্থানের আকাক্সক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ। গতকাল দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ছাত্র- তরুণদের অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করে বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আকাক্সক্ষা রাষ্ট্রের মৌলিক সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্তও দেখতে চায় দেশের মানুষ।
ছাত্র-জনতার এ আকাক্সক্ষার প্রতি জনতা পার্টি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। তারা বলেন, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িতদের এবং ইতিহাসের এ নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের পরিকল্পনাকারী ও হুকুমদাতাদের অবশ্যই দ্রুত বিচার দেখতে চায় দেশবাসী। একই সঙ্গে লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদেরও অনতিবিলম্বে আইনের মুখোমুখি করতে হবে। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন গোলাম সারোয়ার মিলন ও শওকত মাহমুদ।