স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪৭২ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। দেশের বাইরে থাকার কারণে তিনি বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
জানা যায়, বৈঠকে আটটি ক্রয় প্রস্তাবের বাইরে জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন একটি পূর্তকাজের ব্যয় বৃদ্ধির চুক্তি সংশোধিত প্রস্তাবসহ ২০২২ সালের বন্যায় সুনামগঞ্জ ও হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্টের পুনর্বাসন ও পুনর্নির্মাণ সংক্রান্ত একটি প্রকল্পের দরপত্র পুনর্মূল্যায়নের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জাইকার প্রকল্পটিতে চুক্তিমূল্য ৫৪ কোটি ৭৯ লাখ টাকা বাড়ানো হয়েছে।
অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর মধ্যে স্পট মার্কেট থেকে অনুমোদিত দুটি কার্গোই সরবরাহ করবে সিঙ্গপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড’। এতে ব্যয় হবে ২৫তম কার্গোর জন্য ৫৪৯ কোটি ৯ লাখ টাকা এবং ২৭তম কার্গোর জন্য ৫৫৫ কোটি ৩২ লাখ টাকা।