কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণ করায় রাজধানীতে ছয়টি গাড়ির চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সতর্ক করা হয়েছে আরও কয়েকজন চালককে। গতকাল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
এ ছাড়া একই দিনে ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় তিনটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের দায়ে চারটি মামলায় মোট ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় ও ২৯৭ কেজি পলিথিন জব্দ করা হয়।