অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি আবদুস সালাম ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, পাচার ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক), বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে অভিযোগ জমা পড়েছে। সংগঠনের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে কার্যনির্বাহী সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী সবুজ মুন্সী। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, আটাব কমিটির স্বেচ্ছাচারিতা ও অনিয়ম, সাধারণ সদস্যরা এসব বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করায় বিব্রতবোধ করছেন তিনি। বিভিন্ন সংস্থার কাছে লিখিত অভিযোগে বলা হয়েছে, আটাব সদস্যদের বিদেশে ফেম ট্রিপের নামে বিভিন্ন সময় সায়মন ওভারসীজ ও সায়মন হলিডেজের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে আসছেন সংগঠনটির সভাপতি ও মহাসচিব।
আটাব সভাপতি আবদুস সালাম আরেফের মালিকানাধীন প্রতিষ্ঠান এয়ার স্পীড প্রাইভেট লিমিটেডের নামে ভিন্ন ভিন্ন চেক ইস্যু করে মোট ৯৭ লাখ ৫৪ হাজার ৮৪৬ এবং মহাসচিব আফসিয়া জান্নাত সালেহর মালিকাধীন প্রতিষ্ঠান সায়মন ওভারসীজ লিমিটেডের নামে মোট ৭৭ লাখ ২১ হাজার ১১৭ টাকার চেক ইস্যু করে আত্মসাৎ করেন। এ ছাড়া বিভিন্ন জাল ইনভয়েসের মাধ্যমে আটাবের টাকা হাতিয়ে নিয়েছেন। আটাবের বিদেশে টাকা পাঠানোর অনুমতি না থাকায় তৎকালীন সহসভাপতি ও বর্তমান মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ তাঁর প্রতিষ্ঠান সায়মন ওভারসীজের মাধ্যমে জাপানে টাকা পাঠান। গত বছরের ২৭ জানুয়ারি আটাবের ট্রাস্ট ব্যাংকের হিসাব নম্বর ১৪১, চেক নম্বর সি-৭১৩৪৮৩৬ মারফত সায়মন ওভারসীজকে ৫৫ লাখ ৭৭ হাজার ৮৪৫ টাকা দেওয়া হয়। সায়মন ওভারসীজ অবৈধভাবে জাপানে ৫৫ লাখ ৭৭ হাজার ৮৪৫ টাকা পাচার করে। গত ১৫ বছরে যতগুলো ফেম ট্রিপ হয়েছে তার সব টাকা অবৈধভাবে সায়মন ওভারসীজ ও সায়মন হলিডেজের মাধ্যমে বিদেশে পাচার করেছেন। ২০১৮ সাল থেকে আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ এমিরেটস হলিডেজের নামে যাত্রীদের কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ফি ও প্যাকেজের টাকা সংগ্রহ করে আরব আমিরাতে পাচার করছেন। আটাব সভাপতি আবদুস সালাম আরেফের প্রতিষ্ঠান মডার্ন ওভারসীজের বিরুদ্ধে কুয়েতের ভিসা প্রসেসিংয়ে ৩০-৩৫ হাজার টাকা অতিরিক্ত আদায় করার অভিযোগ রয়েছে। দেশে প্রায় ২ হাজার ৯০০ রিক্রুটিং এজেন্সি থাকলেও মাত্র ছয়টি এজেন্সি কুয়েত এম্বাসিতে ভিসার কাজ করতে পারে। এ সিন্ডিকেটের প্রধান আটাব সভাপতি আবদুস সালাম আরেফ। আটাব সভাপতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের আত্মীয় পরিচয়ে আওয়ামী সন্ত্রাসী এবং প্রশাসনের সহায়তায় ২০১১ সাল থেকে নিয়ম রক্ষার নির্বাচন দিয়ে দুবার মহাসচিব এবং বর্তমান সভাপতি হিসেব আটাব দখল করে আছেন।