বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দীর্ঘসূত্রতা পরিহার করে সরকারকে তার প্রধান তিন ম্যান্ডেট-বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শনিবার দিবাগত রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র, কারও দুর্বুদ্ধি ও হঠকারিতায় তা নষ্ট করা যাবে না।
ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, বাংলাদেশ কোনোভাবেই এই উত্তেজনার অংশ হবে না। এ ব্যাপারে সরকার প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দেবেন বলে আশা রাখি। বাংলাদেশকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পক্ষেই কাজ করতে হরে।
পাঁচটি অধিবেশনে পার্টির ৪২টি সাংগঠনিক জেলা থেকে ৩২৮ জন নির্বাচিত প্রতিনিধি ও পর্যবেক্ষক এই সম্মেলনে অংশ নেন। সাংগঠনিক সম্মেলনে ৬ জনকে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে আর একজনকে বিকল্প সদস্য হিসেবে পার্টির কেন্দ্রীয় কমিটিতে কো-অপ্ট করা হয়। তারা হচ্ছেন- অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু, মৃদুল বড়ুয়া, মাসুদুর রহমান মাসুদ, সাইফুর রেজা মামুন, মাহমুদুল হাসান পিপলু, শাহজাহান সিকদার ও বিকল্প সদস্য মোহাম্মদ ফিরোজ আলী।