গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ন্যায্যতার সম্পর্ক হবে। গোলামির সম্পর্ক নয়। বিগত ১৬ বছরে আমার দেশের মানুষ সীমান্তে ভারতের গুলিতে মরেছে। আওয়ামী লীগ কোনো প্রতিবাদ করেনি। কারণ, আওয়ামী লীগ ভারতের দাস ও গোলামি করা দল। গতকাল দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ের মুক্ত মঞ্চে গণঅধিকার পরিষদ পঞ্চগড় শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পঞ্চগড় শাখার সভাপতি মাহাফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় দলটির মুখপাত্র সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূূর আসাদ, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মামুনুর রশিদ মামুন, জাগপার পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব, বাংলাদেশ জাসদের পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, গণ সংহতি আন্দোলনের আহ্বায়ক সাজেদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের পঞ্চগড় জেলার নেতারা বক্তব্য রাখেন। এ সময় নির্বাচনে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাহাফুজুর রহমানকে পরিচয় করিয়ে দেন।