৩১ দফার সঙ্গে বর্তমান সরকারের সংস্কার নিয়ে অনেক কিছুরই মিল রয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কখনো ফ্যাসিবাদ আসতে পারবে না। গতকাল বেলা ১১টায় ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে ঠাকুরগাঁওয়ে
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে এ কথা বলেন তিনি। নেতা-কর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, ‘সবাইকে এক করে আমরা যদি আমাদের লক্ষ্যে যেতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ কখনো শাসন করতে পারবে না। আমাদের একটু সজাগ হতে হবে, একটু সচেতন হতে হবে, দায়িত্ব নিতে হবে।’