সংস্কারের আগে নির্বাচন হলে ফের চোর-ডাকাতরা নির্বাচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। গতকাল দুপুরে যশোর জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। শিক্ষক ফেডারেশনের যশোর শাখার সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজার সভাপতিত্বে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, এখন থেকেই বহু লোক চুরি-ডাকাতি করার পাঁয়তারা শুরু করেছে। তারা নির্বাচিত হলে আবার বিগত সরকারের সময়কার পরিস্থিতি সৃষ্টি হবে। তাদের কথা হলো, যে করেই হোক নির্বাচন হতে হবে। স্বৈরাচারী শাসকের মতো সেই নির্বাচন যদি আবারও হয় তাহলে তা প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে তিনি বলেন, আগে সংস্কার, তারপরে নির্বাচন দিতে হবে। তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ করা যাবে না। দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া জনগণের দাবি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করীম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।