বাগেরহাটে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে করা মামলার আসামি আলী সাদ্দাম আহমেদ দ্বীপ জেলা ছাত্রদলের সভাপতি হচ্ছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় সংসদ জেলা ছাত্রদলের সাবেক এ সাধারণ সম্পাদককে দিয়েই জেলা কমিটি প্রস্তুত করেছে বলে জানা গেছে। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম জানান, দ্বীপের ব্যাপারে আমরা যেসব অভিযোগ পেয়েছি সে ব্যাপারে তদন্ত কমিটি করা হয়েছে। যতটুকু জেনেছি অভিযোগের বিষয়গুলো এরই মধ্যে সমাধান হয়েছে। জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নে মাছের ঘের দখল করতে গিয়ে এলাকার লোকজন কয়েকজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। গণপিটুনির শিকার ব্যক্তিরা তখন দাবি করেছিলেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ তাদের ঘের দখলে পাঠিয়েছিলেন। পরে ২৮ আগস্ট দ্বীপসহ ১৫ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা হয়। মামলা নম্বর ১২। পরে ওই কমিটি ভেঙে দেওয়া হয়।
জানা যায়, মামলার বাদীকে প্রাণনাশের বিভিন্ন হুমকি দিয়ে এফিডেভিট করে দ্বীপের নাম বাদ দেওয়া হয়।
মোরেলগঞ্জের জিউধারা ইউনিয়নের সাবেক সভাপতি কে এম মহিউদ্দিন রিপন জানান, তাকে খুলনার একটি প্রোগ্রামে আহত করেছিলেন আলি সাদ্দাম দ্বীপ। পরে তার বিরুদ্ধে দরখাস্ত দিয়ে বিচার চেয়েছিলেন তিনি।