রংপুরের কাউনিয়া উপজেলায় পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সাজু মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে কাউনিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বাজে মসকুর গ্রামে ভিকটিম চকলেট কেনার জন্য স্থানীয় মুদি ব্যবসায়ী সাজু মিয়ার দোকানে গেলে সে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে শারীরিকভাবে নিগৃহীত করার চেষ্টা করে। এ সময় ভিকটিমের চিৎকারে সে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।