চট্টগ্রামে ভোজ্যতেল প্রতি লিটার ১৬০ টাকা দামে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে ভোজ্যতেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় এই দাম নির্ধারণ করা হয়। এর আগে সোমবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও জেলা প্রশাসক। পরিদর্শনে গিয়ে ‘ভোজ্যতেল উধাও’র সত্যতা পেয়ে তেলের উৎপাদনকারী, আমদানিকারক ও আড়তদার ব্যবসায়ীদের বৈঠকে ডাকা হয়। গতকাল ওই বৈঠকে সবার মতামতের ভিত্তিতে আমদানিকারক থেকে খুচরা পর্যায় পর্যন্ত খোলা তেলের দাম নির্ধারণ করা হয়।