রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল আজ ২৮ ফেব্রুয়ারি একটি সভা আহ্বান করেছে। সভায় কেন্দ্রীয় বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে। এদিকে একই দিনে একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহ জাহান সিরাজ। ফলে দুই গ্রুপের সভা নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে গতকাল সকালে রুমিন ফারহানার সভাস্থলের পেছনে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চবিদ্যালয় মাঠের নির্মাণাধীন সভাস্থলের পেছন থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এনিয়েও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, সভার আয়োজনের জন্য তিন দিন ধরে মঞ্চ তৈরিক কাজ করছিলেন লোকজন। বুধবার রাতে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা এতে বাধা দেন। এরই ধারাবাকিতায় গতকাল সকালে রুমিন ফারহানার সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত তিন ককটেল উদ্ধার করা হলো।
এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সভাস্থলে ককটেল পাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু নয়। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে এগুলো কোনো পক্ষ করছে।