বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আমরা সরকার গঠন করলে দেশে আর ফ্যাসিস্টের জন্ম হবে না। কোনো দিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের সমাবেশে তিনি এ কথা বলেন। দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটনের সভাপতিত্বে সংগঠনের মহাসচিব আহমেদুর রহমান, শামসুদ্দিন পারভেজ, রাশেদ প্রধান, মফিজুর মুহাম্মদ রহমান লিটন, কামরুল হাসান হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।