রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় আজিমুন্নেসা (৫০) নামে এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরিবারের দাবি, এনজিও ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে মানসিক চাপে পড়ে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।
মৃতার মেয়ে মোছা. আঁখি জানান, তার মা সংসারের প্রয়োজনে স্থানীয় কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। তবে কিস্তির টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার সকালে পূর্ব বক্সনগরের তৃতীয় তলার ভাড়া বাসায় দরজা খোলা রেখে ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        