ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার চত্বরে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে কারাগার চত্বরে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার মঞ্জুরুল ইসলাম। এছাড়া কারাগারের ডেপুটি জেলারসহ অধীনস্থ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাসব্যাপী কারা স্টাফও পরিবারবর্গদের নিয়ে ফুটবল, ক্যারম, দাবা, লুডু, মিউজিক্যাল চেয়ার ও বালিশ খেলা অনুষ্ঠিত হয়।
খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া ৬১ জন প্রতিযোগীর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণী পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সেবাপরায়ন কাজের জন্য ৫ জন কারা স্টাফকে সম্মাননা প্রদান হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ জাঁকজমক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া