ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগরভবনের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা প্রদান করছে সংস্থাটি।
শুক্রবার ডিএসসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম একটি দপ্তর আদেশ জারি করে এসব নির্দেশনা প্রদান করেছেন।
আদেশে উল্লেখ করা হয়েছে- সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি ছুটির দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বিভিন্ন ফ্লোরের কর্মকর্তারা ছুটির পর তাদের দপ্তর খোলা রাখেন। দপ্তর খোলা রাখার জন্য কর্তৃপক্ষের পূর্বানুমতির প্রয়োজন রয়েছে। অনেক ক্ষেত্রে তা পালন করা হচ্ছে না। ফলে নগর ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের অধিকতর নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিকাল ৫টায় অফিস ছুটির পর নগর ভবনে কোনো বিভাগ, শাখা, অঞ্চল খোলা থাকবে না। তবে ৫টার পর দাপ্তরিক কাজে অফিস খোলা রাখার প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বেলা ১২টার মধ্যে লিখিতভাবে আবেদনপূর্বক সচিবের কাছ থেকে অবশ্যিকভাবে পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
নগর ভবনের ক্যান্টিনে কর্মরত কর্মচারী ও অন্যান্য ব্যক্তিরা অফিস ছুটির পরে লিখিত অনুমতি ব্যতিরেকে নগর ভবনে অবস্থান করতে পারবেন না। নগর ভবন এর ১নং লিফট ব্যতিত অন্যান্য সব লিফট সন্ধ্যা ৬টা থেকে বন্ধ থাকবে এবং ১ নং লিফটটি রাত ১০টা পর্যন্ত চালু থাকবে। লিফট বন্ধ করার সঙ্গে সঙ্গে লিফট চালকরা নগর ভবন ত্যাগ করবেন।
এতে আরও বলা হয়, নিরাপত্তা বিভাগাধীন নিরাপত্তা ফোর্স, নিরাপত্তা প্রহরীরা নগর ভবনের কোনো ফ্লোরে বসবাস এবং তাদের দায়িত্ব পালনের নির্ধারিত সময়ের পর নগরভবনে অবস্থান করতে পারবেন না। কেন্দ্রীয় ভাণ্ডার বিভাগের বিভিন্ন মালামাল গ্রহণ ও বিতরণের কাজ অফিস চলাকালীন সম্পন্ন করতে হবে। নগর ভবনের বিভিন্ন ফ্লোরে, কক্ষে, নগর ভবন প্রাঙ্গণে স্থাপিত অননুমোদিত দোকান, ফটো কপি মেশিন/লেমিনেটিং মেশিন, চায়ের দোকান ইত্যাদি সম্পত্তি বিভাগ কর্তৃক উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্পত্তি বিভাগ উচ্ছেদ কার্যক্রম সম্পাদনের পর প্রতি মাসে প্রতিবেদন পেশ করবে। প্রত্যেক কর্মকর্তা/কর্মচারীকে ছবিসম্বলিত পরিচয়পত্র বাধ্যতামূলক পরিধান করতে হবে। রিকশা, স্কুটার, মিনিবাস, বাস ইত্যাদি গণপরিবহন ব্যাংক ফ্লোরের অভ্যন্তরীণ রাস্তার ওপর পার্ক করা যাবে না। নগর ভবনে স্থাপিত সি সি ক্যামেরাগুলো সচল রাখার ও নিয়মিত মনিটরিং করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        