রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আনোয়ার হোসেন বাবু (৪৩) নামের এক ইলেকট্রিশিয়ানকে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল উত্তর শরিফপাড়া এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার সদরঘাটে বিআইডব্লিউটিএতে কর্মরত ছিলেন। তিনি মাতুইয়াল এলাকার বাসিন্দা।
নিহতের ভাই দেলোয়ার হোসেন জানান, সকালে নামাজ পড়ে বের হওয়ার পর খবর পান তার ভাইকে একটি গ্যারেজে আটকে রাখা হয়েছে। মা দিলরুবা আক্তার সেখানে গিয়ে আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় হাত-পা বাঁধা অবস্থায় পান। পরে হাসপাতালে নেওয়ার আগে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ আমীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহার রড ও এঙ্গেল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে বিকেলে নিহতের মরদেহ স্বজনরা নিজ এলাকায় নিয়ে যান।
বিডি-প্রতিদিন/আশফাক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        