সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম সাল্ফ সুপ্রিম কোর্ট চ্যাপ্টার, ন্যাশনাল চ্যাপ্টার ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টার পুনর্গঠনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় আগামী তিন মাস সাল্ফের ইন্টারন্যাশনাল চ্যাপ্টার ব্যতিত অন্যান্য সকল চ্যাপ্টারের কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। শুধুমাত্র ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের কার্যক্রম চলমান থাকবে।
বৃহস্পতিবার সাল্ফ ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে সকল চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠনের জন্য একটি সাব কমিটি গঠন করা হয়।
সাল্ফ বিভিন্ন চ্যাপ্টারের পুনর্গঠন উপ কমিটির আহ্বায়ক করা হয়েছে সাল্ফ ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদকে। সদস্য সচিব হয়েছেন অ্যাডভোকেট শেখ সাইফুজ্জামান, নির্বাহী সভাপতি, সাল্ফ ন্যাশনাল চ্যাপ্টার।
সাল্ফ উপকমিটির সদস্যবৃন্দ অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান সম্রাট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাল্ফ ন্যাশনাল চ্যাপ্টার;
ব্যারিস্টার মোহাম্মদ হোসেন ইসলাম, ভাইস চেয়ারম্যান, সাল্ফ ইন্টারন্যাশনাল চ্যাপ্টার; অ্যাডভোকেট মো. বশির উদ্দিন,
ভাইস চেয়ারম্যান, সাল্ফ ইন্টারন্যাশনাল চ্যাপ্টার; অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির, ভাইস প্রেসিডেন্ট, সাল্ফ ন্যাশনাল চ্যাপ্টার; অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক, সাল্ফ ন্যাশনাল চ্যাপ্টার; ব্যারিস্টার মো. সানোয়ার হোসেন,
সাধারণ সম্পাদক, সাল্ফ ইন্টারন্যাশনাল চ্যাপ্টার; অ্যাডভোকেট শাহ মোহাম্মদ নেয়ামত উল্যাহ, অতিরিক্ত সাধারণ সম্পাদক, সাল্ফ ইন্টারন্যাশনাল চ্যাপ্টার; অ্যাডভোকেট মো. খন্দকার হাসান শাহরিয়ার, অতিরিক্ত সাধারণ সম্পাদক, সাল্ফ ইন্টারন্যাশনাল চ্যাপ্টার; অ্যাডভোকেট মো. সিরাজুল হক স্বপন, সাধারণ সম্পাদক, সাল্ফ সুপ্রিম কোর্ট চ্যাপ্টার; অ্যাডভোকেট ইলোরা নাহিদ খান, সাংগঠনিক সম্পাদক, সাল্ফ ইন্টারন্যাশনাল চ্যাপ্টার; অ্যাডভোকেট মোহাম্মদ আলী হাসান, সাংগঠনিক সম্পাদক, সাল্ফ ন্যাশনাল চ্যাপ্টার; অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন, প্রধান জনস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সম্পাদক, সাল্ফ ইন্টারন্যাশনাল চ্যাপ্টার; অ্যাডভোকেট তনিমা রহমান, হেড অফ রিসার্চ অ্যান্ড ড্রাফটিং সেক্রেটারি, সাল্ফ ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টার; অ্যাডভোকেট নিঘাত সীমা ভিক্টিম সাপোর্ট সেক্রেটারি, সাল্ফ ন্যাশনাল চ্যাপ্টার ও অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল হাওলাদার, দপ্তর সম্পাদক, সাল্ফ ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন