রংপুর নগরীর বুড়িরহাট এলাকায় ৯৮ শতক জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দখল করার অভিযোগ উঠেছে। সাইনবোর্ডে লেখা আছে বায়নাসূত্রে জমির মালিক ভুট্টো গংসহ অংশীদার চারজন। জমির পরিমাণ ৯৮ শতক। সাইনবোর্ডে চারটি মোবাইল নম্বর দেয়া আছে। ঘটনাটি রবিবারের। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা ও রংপুর সেনাক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সেকেন্দার আলী।
অভিযোগে বলা হয়েছে, তফসিল ভুক্ত জমি আমার ও ফরিদুল ইসলাম, আব্দুল্লাহ, মনিরুজ্জামান মনি, ছফিয়াার রহমানের মালিকানাধীন সম্পত্তি। আমরা বিক্রির উদ্দেশ্যে ইতোমধ্যে শামরুজ্জামানের সাথে বায়না করা হয়েছে। যার বায়না দলিল নং- ২৫৫৩৮/২৩। এরই মধ্যে এলাকায় ব্যবসাীভুট্রো মিয়াসহ তার লোকজন জমি অন্য জায়গায় বিক্রি করতে বাধা দেয়। তার কাছে জমির বর্তমান বাজার মূল্যের চাইতে কম মুল্যে কবলা দলিল করে দেওয়ার জন্য আমাদের চাপসহ আমাদের তুলে নিয়ে গিয়ে জীবনের ক্ষতি করার ভয়-ভীতি ও হুমকি প্রদান করে।
অভিযোগে আরও বলা হয়, গত ২০ এপ্রিল রাতে অজ্ঞাতনামা ৬/৭ জন বাড়ি যাওয়ার পথে নগরীর পান্ডার দীঘি বাজারের সামনে পথরোধ করে আটক করে। অজ্ঞাতনামা ২টি অটোতে তুলে কদমতলী বাজারস্থ ব্যক্তিগত অফিসে নিয়ে যান ভুট্রো মিয়া। এক পর্যায়ে মারপিট করে ৩টি ১০০ টাকার নন জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে আমাকে স্বাক্ষর করতে বাধ্য করে এবং আমার সাথে থাকা মহুবুল ইসলাম ও আরিফকেও স্বাক্ষর করতে বাধ্য করে। তারা আমাদের হাতে টাকা দিয়ে তাদের মোবাইলে ফোনে ছবি তুলে নেয় ও ছবি তোলা শেষ হলেই হাত থেকে তাদের দেওয়া টাকা কেড়ে নেন।
এ বিষয়ে মেট্রোপলিটন পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গতকাল অভিযোগ দিয়েছেন। বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত