বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা তিন মামলার এজাহারনামীয় আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিচুর রহমান সোহানকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর বেইলি রোড এলাকা থেকে মঙ্গলবার ভোরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেফতার করে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার সোহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা তিনটি মামলার এজাহারনামীয় আসামি। গ্রেফতারের পর তাকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রমিক লীগ নেতা সোহান তার বোনজামাই দুর্নীতিবাজ সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ছিলেন। একাধিক মামলায় গ্রেফতার হয়ে আছাদুজ্জামান মিয়াও বর্তমানে কারাগারে বন্দি।
আছাদুজ্জামান ও তার পরিবারের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে তদন্ত করছে দুদক। এরইমধ্যে তাদের পরিবারের ১০ সদস্যের সকল ব্যাংক হিসাবসহ যাবতীয় লেনদেনের তথ্য অনুসন্ধান করেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
আটক শ্রমিক লীগ নেতা সোহানের নামে রাজধানীর অভিজাত বেইলি রোড, শাহজাহানপুরে ফ্ল্যাট রয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক প্লট রয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে হারিচুর রহমান সোহান মৌমিতা পরিবহন লিমিটেড, মধুমতি পরিবহন লিমিটেড নামে দুটি কোম্পানির পরিচালকও বলে শোনা যাচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত