গুলশানে মোটরসাইকেল দুর্ঘটনায় ফারজানা আক্তার মিম (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। পেশায় তিনি একজন বিউটিশিয়ান ছিলেন।
রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গুলশান ৩২ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “মিম মহাখালীর তিতুমীর কলেজের পাশে তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে রাত আনুমানিক ২টার দিকে রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে চলন্ত অবস্থায় তার ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়, এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।”
পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, “পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন।”
বিডি প্রতিদিন/আশিক