শেরপুরে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে নিহত বাদলের নিজ গ্রাম ভীমগঞ্জ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল সদরের ভাতশালা-কানাশাখোলা হয়ে শেরপুর জেলা শহরের প্রবেশ করে।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাদল হত্যাকারীদের বিচারের দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, জেলা তাঁতিদলের আহ্বায়ক লালন মোল্লা, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছানুয়ার হোসেন ছানু, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল প্রমুখ।
পরে অনতিবিলম্বে আসামিদের আইনের আওতায় আনার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয় নিহতের পরিবার।
বিডি প্রতিদিন/কেএ