গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকালে অনুষ্ঠিত এ বিক্ষোভে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।
এদিন সকাল ১১টায় রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে তিনটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মিছিল সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে বাটা সিগন্যালে গিয়ে শেষ হয়।
অন্যদিকে সকাল ১১টা ২৫ মিনিটের দিকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব এলাকায় আসেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে তারা মিছিল নিয়ে সায়েন্সল্যাব এলাকায় এসেছেন।
তারা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত। আমরা এ গণহত্যা বন্ধ চাই।
এছাড়াও সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে ঢাকা স্টেট কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের এ বিক্ষোভ করেন। এসময় স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নুর জাহান রোড ঘুরে কলেজটির সামনে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/নাজিম