রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কর্মী লাবলু মিয়া নিহতের ঘটনায় বদরগঞ্জ কালুপাড়া ইউপি চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শহিদুল হক মানিকসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। রবিবার রাতে বদরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন নিহত লাবলু মিয়ার ছেলে রায়হান। এতে অজ্ঞাত আরও দেড়শ জনকে আসামি করা হয়।
এদিকে, রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মোরসালিনকে (২৫) গ্রেফতার করেছে। মোরসালিন বদরগঞ্জের রাজারামপুরের বাসিন্দা। লাবলু মিয়া হত্যা মামলা দায়েরের আগেই সন্দেহভাজন আহসান হাবীব হৃদয়কে গ্রেফতার করা হয়।
এদিকে, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রংপুর জেলা ও বদরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পদ ও সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু।
অপরদিকে, একই অভিযোগে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বদরগঞ্জ পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন সরদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক কয়েলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, দোকানঘর ভাড়াকে কেন্দ্র করে শনিবার সকালে সাবেক বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকার, হুমায়ুন কবির মানিকের কর্মী-সমর্থকদের সাথে সাবেক বিএনপি নেতা ও কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিকের কর্মী-সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ আলী সরকারের অনুসারী বিএনপি কর্মী লাবলু মিয়া নিহত হন এবং সাংবাদিকসহ ৪০ জন আহত হন।
রবিবার বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা লাবলু মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
বিডি প্রতিদিন/এমআই