গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল ব্যবসায়ীরা। সোমবার বেলা ৩টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে তারা এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বসুন্ধরা সিটি মোবাইল বিজনেস কমিউনিটির পক্ষে হাফিজুর রহমান রানা প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। বাংলাদেশ কোনো যুদ্ধ দেখতে চায় না। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ সবসময় কামনা করে বিশ্বের সকল মানুষ শান্তিতে ও সুখে থাকুক। বিশ্ববাসী দেখেছে ফিলিস্তিনের নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের ওপরে কিভাবে নৃশংস বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল ব্যবসায়ীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিশ্বের মোড়লদের প্রতি আমরা ঘৃণা প্রকাশ করছি। যেকোনো মানবতাবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে মোবাইল বিজনেস কমিউনিটি, বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ীরা তথা পুরো বাংলাদেশ সব সময় রুখে দাঁড়াবে।
উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা, নো ওয়ার্ক নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বসুন্ধরা সিটি শপিংমলের মোবাইল ব্যবসায়ীরা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে।