গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার নিন্দা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সংহতি জানিয়ে সমাবেশ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, রসায়ন বিভাগের অধ্যাপক ড. সেলিম মিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মুহাম্মদ আব্দুল কাদিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, ‘গাজায় পৃথিবীর নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হচ্ছে। পৃথিবীর কোন যুদ্ধ নীতিতে শিশু, অসহায় নারী, বৃদ্ধদের উপর হামলা করার নিয়ম নেই। পৃথিবীর এই সকল নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজ বিশ্ব বিবেক, জাতিসংঘ, আরব লীগ, ওআইসি এবং সর্বোপরি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা এই গণহত্যার দৃশ্য বসে বসে দেখছে যা অত্যন্ত হৃদয় বিদারক ও লজ্জাজনক।’
এ সময় গাজায় চালানো গণহত্যা বন্ধে বিশ্ব রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/মুসা