ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের চলমান নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের পায়রা চত্বরসহ জেলার বিভিন্ন এলাকায় শিক্ষার্থী, সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হন। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় জনসাধারণ অংশ নেয়।
জেলার ছয়টি উপজেলা শহরেও বিভিন্ন সংগঠন ও ইসলামপন্থী রাজনৈতিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “ফিলিস্তিনের মা-বোন ও ভাইয়েরা রমজান মাসে না খেয়ে রোজা রেখেছেন, শিশুদের পর্যন্ত খাবার নেই। এর বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট হওয়া উচিত। ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, তাহলে তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।”
তারা আরও বলেন, “যদি জাতিসংঘ এই গণহত্যা থামাতে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে এর পরিণাম ভালো হবে না। মানবতার পক্ষেই আজ সবাইকে দাঁড়াতে হবে।”
বিডি প্রতিদিন/আশিক