বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় কনফারেন্স হলে রবিবার (৬ এপ্রিল) সকালে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ সময় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমরা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেভাবে ঈদের আনন্দ ও উৎসব পালন করেছি ঠিক একইভাবে আমাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে মিলে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ তৈরি করতে হবে। তিনি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে আত্মনিয়োগ করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের সভাপতিতেত্ব আরও বক্তব্য রাখেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা শফিকুল আলম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ