চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার ২২ জন আছে বলে দাবি করেছে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া মামলার ২২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিআর মামলায় ১ জন, ডাকাতি মামলায় ২ জন, মাদক মামলায় ২ জন, সিএমপি অধ্যাদেশে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম